অফিসটি হাটহাজারী উপজেলাধীন উত্তর মার্দাশা মৌজার বিএস দাগ নং- ১১৪১৯, ১১৪২০২ দাগের উপর ক্যাম্পাস সহ মোট .০৯ একর জমির উপর নিজস্ব ভবনে অবস্থিত।
দপ্তর প্রধানের পদবী : ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।
অফিসটি হাটহাজারী উপজেলাধীন উত্তর মার্দাশা মৌজার বিএস দাগ নং- ১১৪১৯, ১১৪২০২ দাগের উপর ক্যাম্পাস সহ মোট .০৯ একর জমির উপর নিজস্ব ভবনে অবস্থিত।
দপ্তর প্রধানের পদবী : ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।
ক্রঃ নং | কি কি সেবা দেয়া হয় | কিভাবে দেয়া হয় |
০১. | নামজারী, জমাভাগ, জমা একত্রকরণ, জমা খারিজ সহ রেকর্ড হালকরণ। | আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে। |
০২. | ভূমি উন্নয়ন কর আদায়। | সরাসরি রায়তীর কাছ থেকে দাখিলার মাধ্যমে। |
০৩. | খাস জমি রক্ষণাবেক্ষণ ও বন্দোবস্ত প্রদান। | সরকারি নির্দেশ মোতাবেক আবেদনের প্রেক্ষিতে। |
০৪. | পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা। | আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে। |
০৫. | বাজার পেরিফেরি নির্ধারণ। | সরকারি নির্দেশ মোতাবেক। |
০৬. | জলমহাল ও সায়রাত মহাল ব্যবস্থাপনা। | সরকারি নির্দেশ মোতাবেক। |
০৭. | বালুমহাল ব্যবস্থাপনা। | সরকারি নির্দেশ মোতাবেক। |
০৮. | জরীপ সংক্রান্ত ভুল সংশোধন। | আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে। |
০৯. | সার্টিফিকেট মামলা পরিচালনা। | সরকারি দাবী আদায় আইন ১৯১৩ অনুসারে। |
১০. | দেওয়ানী মামলায় সরকার পক্ষে প্রতিনিধিত্বকরণ। | আইন ও বিধি অনুসারে। |
১১. | খাস জমি হতে অবৈধ দখল উচ্ছেদ। | সরকারি নির্দেশ মোতাবেক। |
১২. | নদী সিকস্থিও পয়স্থি জমির ব্যবস্থাপনা। | আইন ও বিধি অনুসারে। |
১৩. | আদর্শগ্রাম প্রকল্প/আশ্রয়নপ্রকল্প বাস্তবায়ন। | সরকারি নির্দেশ মোতাবেক। |
১৪. | পিও ৯৬ ও ৯৮ এর অধ্যাদেশের আলোকে এবং ভূমিসংস্কারঅধ্যাদেশ ১৯৮৪ এর বাস্তবায়ন। | সরকারি নির্দেশ মোতাবেক। |
সেবাসমূহ | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম ও পদবী | টেলিফোন |
(১) ভূমি সংক্রান্ত যাবতীয় কাজ। (২) সহকারী কমিশনার (ভূমি), কর্তৃক যে কোন আইননুগ আদেশ। (৩) ভূমি উন্নয়ন কর পুনঃ নির্ধারন ও ভূমির শ্রেণীর পরিবর্তন বা ব্যবহার ভিত্তিক শ্রেণী বিন্যাস সংক্রান্ত নথি কেইস নথি ও রেজিষ্টার সংরক্ষণ। (৪) কৃষি/অকৃষি খাস ও পরিত্যক্ত জমি সংক্রান্ত নথি। (৫) নথি সমূহের ইনডেক্স (সূচী) রেজিষ্টার সংরক্ষণ। (৬) ৩য় শ্রেণীর কর্মচারীদের ব্যক্তিগত নথি সংরক্ষণ। (৭) হাজিরা বহি সংরক্ষণ। (৮) প্রজাসস্ব আইনের ১৪৩, ৫৪ ও ১৫০ ধারা মোতাবেক রেকর্ড পত্র সংরক্ষণ ও কেইস নথি সৃজন সংক্রান্ত নথি। (৯) পরিদর্শন রেজিষ্টার ও গার্ড ফাইল সংরক্ষণ। (১০) প্রস্তুতকৃত নকল কপি যাচাইকরণ। (১১) মাদার্শা ইউনিয়ন ভূমি অফিসের নামজারী সংক্রান্ত নথি সংরক্ষণ। (১২) ফৌজদারী মামলা প্রত্যয়ন পত্রের (ভ্যালুয়েশন সার্টিফিকেট) কেইস নথি ও রেজিস্টার সংরক্ষণ। (১৩) পত্র জারী ও পত্র প্রাপ্তি রেজিষ্টার সংরক্ষণ। (১৪) সহকারী কমিশনার (ভূমি), কর্তৃক যে কোন আইননুগ আদেশ। | জনাব এজাহার ফয়েজ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা | ০১৮১৯-৯৫৮৩৫৪ |
(১) মাদার্শা ইউনিয়ন ভূমি অফিসের নামজারী সংক্রান্ত নথি সংরক্ষণ। (২) যাবতীয় অর্পিত সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণ। (৩) সায়রাত মহাল রেজিষ্টার। (৪) হাট-বাজার সংক্রান্ত বিবিধ নথি। (৫) মাসিক রাজস্ব সভা সংক্রান্ত নথি। (৬) মাসিক ও পাক্ষিক প্রতিবেদন সংক্রান্ত নথি। (৭) সহকারী কমিশনার (ভূমি), কর্তৃক যে কোন আইনানুগ আদেশ। | জনাব এ,কে,এম, জাহেদ হোসেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা | ০১৮১৭-২৬২৭৪৫ |
(১) মাদার্শা ইউনিয়ন ভূমি অফিসের নামজারী সংক্রান্ত রেকর্ড। (২) উপজেলা ভূমি অফিসের যাবতীয় সার্টিফিকেট মামলা। (৩) দরখাস্ত রেজিষ্টার সংরক্ষণ। (৪) আশ্রায়ন প্রকল্প ও আদর্শ গ্রাম সংক্রান্ত নথি সংরক্ষণ। (৫) দেওয়ানী মামলা সংক্রান্ত। (৬) কোর্ট ফি রেজিষ্টার সংরক্ষণ। (৭) সহকারী কমিশনার (ভূমি), কর্তৃক যে কোন আইনানুগ আদেশ। | সুমন কান্তি সুশীল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা | ০১৮১৬-১০৭৫৩৩ |
| জনাব বিকাশ কান্তি এম.এল.এস.এস |
|
জনাব নুরুল আলম এম.এল.এস.এস |
| |
বেগম শাহিনুর আক্তার এম.এল.এস.এস |
ছবি | নাম | পদবি | ফোন | মোবাইল | ইমেইল |
---|---|---|---|---|---|
![]() | মোঃ এজাহার ফয়েজ | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা | ০১৮১৯৯৫৮৩৫৪ | hajfh@yahoo.com | |
![]() | মোহাম্মদ মহসিন | ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা | ০১৮১৭২৬২৭৪৫ | mahsin@yahoo.com | |
![]() | সুমন কান্তি সুশিল | ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা | ০১৮১৬১০৭৫৩৩ | shuman_kanti@yahoo.com |
নাঙ্গল মোড়া, উপজিলা- হাটহাজারি, চট্টগ্রাম
ছবি | নাম | পদবি |
---|---|---|
![]() | বিকাশ কান্তি | এম.এল.এস.এস |
![]() | নুরুল আলম | এম.এল.এস.এস |
![]() | শাহিনুর আক্তার | এম.এল.এস.এস |
সড়ক পথ :
চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন হতে সড়ক পথে বাস/সিএনজি যোগে মাদার্শা ইউনিয়ন ভূমি অফিসে আসা যায়।
টেলি যোগাযোগ :
এজাহার ফয়েজ
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
মোবাইল : ০১৮১৯-৯৫৮৩৫৪
ই-মেইল : ajahar_foyez@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস