ইউনিয়নের ইতিহাস
১৯৭১ সালে স্বাধীনতা পূর্ব গড়দুয়ারা হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা ই্উনিয়নের একটি গ্রামকে নিয়ে এ ওয়ার্ড হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে তৎকালের সরকার প্রধান মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পর বৃহত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিয়নে ভাগ করার সিদ্ধামত্ম জারি করেন। সে সিদ্ধামেত্মর আলোকে গড়দুয়ারা গ্রামটিকে উত্তর মাদার্শা হতে পৃথক করে একটি ইউনিয়নে রম্নপামত্মর করার জন্য তৎকালে সমাজ সচেতন রাজনীতি ও শিক্ষাাবিদ মরহুম ফজলুল হক চৌধুরী এবং আবদুলস্নাহ আল ছগির সিকদার উদ্যোগ গ্রহন করেন। পরবর্তীতে সরকারীভাবে বিভিন্ন প্রচেষ্ঠায় গড়দুয়ারা গ্রামটি একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে সরকারীভাবে অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৩ সালে তৎকালীন সরকার ইউনিয়ন পরিষদের পরিচালক হিসেবে একটি চেয়ারম্যান ও একটি ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করেন। সমগ্র বাংলাদেশে ইউ,পি নির্বাচন অনুষ্টিত হয় , উক্ত ইউ,পি নির্বাচনে মরহুম ফজলুল হক চৌধুরী ও মরহুম আহমদুর রহমান চৌধুরী পদে প্রতিদ্বন্ধিতা করে মরহুম ফজলুল হক চৌধুরী গড়দুয়ারা গ্রামের প্রতিষ্টাতা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। একই সময়ে হাজী নুরম্নল ইসলাম সিকদার ও সাহাব উদ্দীন চৌধুরী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করলে জনাব নুরূল ইসলাম সিকদার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদটি সরকারীভাবে বিলুপ্ত হওয়ার পর পুণরায় ইউ,পি নির্বাচনে মরহুম ফজলুল হক চৌধুরী দ্বিতীয় বারের মত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
নামকরণ:
ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ সরকার মাদার্শা ইউনিয়স্থ গড়দুয়ারা গ্রামটি কেন নামকরণ করা হয়েছে? তথ্য উদঘাটনে তৎকালীন সমাজ সচেতন বিশিষ্ট ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন মত পোষন করলে ও বেশির ভাগ ব্যক্তিবর্গ তৎকালীন ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণ রাখতে হাটহাজারী থানা পার্বত্য এলাকার একমাত্র প্রবেশদ্বার হওয়ায় অত্যামত্ম গুরত্বসহকারে প্রাধান্য দেয় এবং কয়েক হাজার সেনা সদস্যের সমন্বয়ে হাটহাজারী নামকরণ করে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে প্রতিরোধ কেল্লা গড়ে তুলেন, সে হিসেবে গড়দুয়ারাকে নিরাপত্তা কেলস্না হিসেবে ব্রিটিশ সরকার অগ্রাধিকার দেয় । নিরাপত্তা কেলস্না শব্দটির অর্থটি পরবর্তীতে গড়দুয়ারা শব্দে রূপামত্মরিত হয়। যাহা গড় শব্দের অর্থ কেলস্না এবং য়ারা শব্দের অর্থ নিরাপদে ঘেরা। এ দুই শব্দের সমন্বয়ে গড়দুয়ারা নামটি উৎপত্তি হয় বলে জানা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস